২২ নভেম্বর ২০১৯,রাকেশ রাউত ও শাশ্বত বক্সী শুধুমাত্র বাংলা প্রবন্ধ রচনার জন্য banglarachana.com ওয়েবসাইটটি চালু করেন।
রাকেশ রাউত ও শাশ্বত বক্সী দুই বন্ধু একই কলেজ থেকে দুজনেই মেকানিকাল বিভাগে ডিপ্লোমা করেছেন।
খুব অল্প সময়ের মধ্যেই BanglaRachana.Com অনেক মানুষের কাছে পৌঁছে যায়। এখান থেকেই অনুপ্রেনিত হয়ে রচনার পাশাপাশি পত্রলিখন,ভাবসম্প্রসারণ সহ পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা সিলেবাসের সমস্ত ব্যাকরণ তুলে ধরার এক ক্ষুদ্র প্রয়াস।
আমাদের সম্পর্কে জানুন
আমি রাকেশ রাউত এবং আমার বন্ধু শাশ্বত বক্সী ,আমরা দুজনেই এবছর ২০১৯ সালে মেদিনীপুর সদর গভঃ পলিটেকনিক কলেজ থেকে মেকানিকাল বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি।
আমরা আমাদের কলেজে পড়ার সময়ে প্রোজেক্ট লেখায় ইন্টারনেটের গুরুত্ব কি তা জেনেছি।
আমরা অবসর সময়ে লেখালিখি করতে ভালোবাসি তাই ইন্টারনেটে আমাদের মাতৃভাষা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই ওয়েবসাইট টি চালু করি।
লেখালিখি গুলি লেখা আমাদের শখ এবং উদ্দেশ্য উভয়ই পূণ্য করে।
বিভিন্ন অফলাইন মাধ্যম যেমন বই, পেপার আমাদের লেখার সময় সাহায্য করে।আমরা এই কাজে নতুন ভাবে যুক্ত তাই আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন।
আমরা সর্বদা সচেষ্ট থাকি বানান ভুল না করার তবুও কিছু ভুল থাকলে কমেন্ট করুন আমরা নিশ্চয়ই শুধরে নেবো।আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ।