পরীক্ষায় অনুপস্থিত থাকায় আবেদন

banglarachana.com এ আপনাকে স্বাগত জানাই।স্কুল,কলেজ,অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কারণে আমাদের অনেক সময় আবেদন পত্র লিখতে হয়।বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণের জন্য আবেদন পত্র লেখার ধরন গুলিও ভিন্ন।আমরা অনেক সময় অসুস্থতা বা অন্য কোনো বিশেষ কারণে স্কুল কলেজের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনা।সেক্ষেত্রে আমাদের অধ্যক্ষের কাছে দরখাস্ত করতে হয়।অসুস্থতার কারণে পরীক্ষায় অনুপস্থিতির জন্য দরখাস্ত লেখার একটি নমুনা নীচে দেখানো হল-

পরীক্ষায় অনুপস্থিতির দরখাস্ত কিভাবে লিখব?

প্রধান শিক্ষক,
ঝাড়গ্রাম কুমোদ কুমারী ইনস্টিটিউশন
ঝাড়গ্রাম,

বিষয়: পরীক্ষায় অনুপস্থিত থাকায় আবেদন

মহাশয়/জনাব,

আমি শ্রী কৃষ্ণ কান্ত মন্ডল,আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
আমি গত ৭ ই জানুয়ারি,২০২০ তারিখে অসহ্য পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। এমত শারীরিক অবস্থায় আমি উক্ত দিনের ইতিহাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি।
অতএব মহাশয়,আমার বিনীত নিবেদন এই যে,আপনি উক্ত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে বাধিত করবেন।

বিনীত নিবেদক,
আপনার অনুগত
নাম: শ্রী কৃষ্ণ কান্ত মন্ডল
শ্রেণী: নবম । বিভাগ: “ক”
রোল নম্বর:২৩


অসুস্থতার কারণে পরীক্ষায় অনুপস্থিতির জন্য দরখাস্ত লেখার এই নমুনাটি দ্বারা উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।অন্য কোনো বিষয়ে পত্র লেখার নমুনা পাওয়ার জন্য আমাদের কমেন্ট করে জানান ও সঙ্গে থাকুন।ধন্যবাদ

আর পড়ুন

চাকরির জন্য আবেদন পত্র
পৌরপ্রধানের কাছে আবেদনপত্রের নমুনা
পদোন্নতির জন্য আবেদন পত্র
Print Friendly, PDF & Email

“পরীক্ষায় অনুপস্থিত থাকায় আবেদন”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন