"মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা" আমাদের গর্বের মাতৃভাষা বাংলাকে অনলাইনের দুনিয়াতে এক পদক্ষেপ এগিয়ে নিয়ে চলার সামান্য প্রচেষ্টা । বাংলা প্রবন্ধ রচনা, পত্রলিখন, ভাবসম্প্রসারণ থেকে শুরু করে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা সিলেবাসের ব্যাকরনের এক ও অদ্বিতীয় ঠিকানা আমাদের এই প্ল্যাটফর্ম।