banglarachana.com এ আপনাকে স্বাগত জানাই।পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা সিলেবাসের সমস্ত ব্যাকরণ, গুরুত্বপূর্ণ রচনা, ভাবসম্প্রসারণ,পত্র লিখন PDF সহকারে পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। নিয়মিত নতুন নতুন লেখা আপডেট করা হয় এখানে।বর্তমানে ইন্টারনেট পরিষেবা,মোবাইল যোগাযোগ ব্যবস্থাকে অনেক সহজ করে দিয়েছে।তবুও বিভিন্ন ক্ষেত্রে চিঠির ব্যাবহার এখনও প্রচলিত।বিশেষ করে দরখাস্ত বা আবেদন পত্র এখনও বহুল প্রচলিত।বিভিন্ন ক্ষেত্রে আবেদন পত্র কিভাবে লিখতে হয় তা নমুনা সহকারে আগে আলোচনা করা হয়েছে।আজকের বিষয় ব্যাক্তিগত চিঠি।বন্ধুকে জন্মদিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পত্র লেখার একটি নমুনা নীচে দেখানো হল।

চাঁপাডাঙা,হুগলি
০২/০৩/২০২০
প্রিয় বন্ধু,
শান্তনু,
তোর চিঠি পেয়ে খুব খুশি হলাম।
আগামী ২৬ ই মার্চ তোর জন্মদিন।তুই চিঠি না লিখলেও আমার খুব ভালো করেই মনে আছে তারিখটা।তোর জন্মদিন উপলক্ষ্যে তোদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে লিখেছিস।তোর আমন্ত্রণ আমি সাদরে গ্রহণ করলাম।কিন্তু ভাই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে,আমি ওই দিন তোর শুভ জন্মদিনের অনুষ্ঠানে যেতে পারবোনা।রাগ করিস না।কারণ টা হলো যে ওই দিন থেকে আমার স্কুলে টেস্ট পরীক্ষা শুরু।পরীক্ষা না থাকলে আমি অবশ্যই যেতাম।
যাক গে।তোর শুভ জন্মদিন মধুময় হোক। সারাজীবন ভীষণ হাসিখুশি থাকিস,ভগবানের কাছে আমার এই কামনাই রইলো।তোর জন্য রইল বুক ভরা ভালোবাসা,প্রীতি ও শুভেচ্ছা।পরীক্ষার জন্য তোর জন্মদিনের অনুষ্ঠানে আসতে পারলামনা ঠিকই।কিন্তু পরীক্ষা শেষ হলে একদিন ঘুরতে যাব।অন্যান্য বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের নিয়ে তোর শুভ জন্মদিনের অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক হোক – এই কামনাই করি।
ইতি –
তোর প্রীতিধন্য
চন্দন
প্রিয় বন্ধু
শান্তনু মাহাত
প্রযত্নে – শ্রী বিকাশ মাহাত
গজাশিমুল,ঝাড়গ্রাম
বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কিভাবে পত্র লিখতে হয় তার একটি নমুনা উপরে দেখানো হয়েছে।এরকম আরও নতুন নতুন বিষয়ে লেখা পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।উপরিক্ত চিঠির নমুনা দ্বারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।সম্পূর্ণ পত্রটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।