অসুস্থতার জন্য স্কুলে ছুটির আবেদনপত্র

banglarachana.com এ আপনাকে স্বাগত জানাই। বাংলা প্রবন্ধ রচনার সাথে সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্ররচনা পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র কিভাবে লিখতে হয় তার একটি উদাহরণ নীচে দেখানো হলো:

অসুস্থতার জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদন

তারিখ: ১৭-১১-২০১৯

মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেষু,
ঝাড়গ্রাম কুমোদ কুমারী ইনস্টিটিউশন,

ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ

বিষয়: পাঁচ দিনের ছুটি মঞ্জুরের জন্য আবেদন।

সবিনয় নিবেদন

মহাশয়/জনাব,

অধীনের বিনীত নিবেদন এই যে,আমি,শ্রী সুমন চৌধুরী, আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর “ক” বিভাগের ছাত্র। আমি গত পাঁচ দিন যাবৎ শারীরিক অসুস্থতায়(জ্বরে) ভুগেছি। ডাক্তার পরামর্শ অনুযায়ী আমার কিছুদিন বিশ্রামের প্রয়োজন ছিল। তাই গত ১১ ই নভেম্বর থেকে ১৬ ই নভেম্বর পর্যন্ত মোট পাঁচ দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়া আমার পক্ষে সম্ভব হয়নি।

আমার একান্ত প্রার্থনা এই যে, আপনি দয়া করে আমার উক্ত ওই পাঁচ দিনের ছুটি মঞ্জুর করে অনুগৃহীত করবেন।

নিবেদন ইতি – বিনীত
শ্রী সুমন চৌধুরী
শ্রেণী: “নবম”

বিভাগ: “ক”


মুসলমান রীতির পত্রাংশের ভাগ একই রকম কিন্তু সম্মোধন বা সম্ভাষণ অংশে পার্থক্য রয়েছে| এক্ষেত্রে,

সম্মোধন বা সম্ভাষণ :
গুরুজন হলে – পাক জনাবেষু,মোবারক জনাবেষু ইত্যাদি,
বয়সে ছোটো হলে – চসকেষু,নুর, ইত্যাদি
বন্ধু বা প্রিয়জন হলে – সালাম বহুত বহুত।
সমাপ্তিবচন:
গুরুজন হলে – খাদিম, খাকসার ইত্যাদি
বয়সে ছোটো হলে -খয়ের তালেব, দোয়াবর ইত্যাদি
সন্মানীয় অনাত্মীয় কেউ হলে – বান্দা ইত্যাদি

উপরিক্ত অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্রের উদাহরনটি থেকে উপকৃত হলে আমাদের কমেন্ট করে জানান। অন্য কোনো বিষয়ে চিঠি/পত্র পাওয়ার জন্য আমাদের কমেন্ট করে জানান।আমরা সবসময় সচেষ্ট থাকি আপনাদের অনুরোধ রাখার জন্য।আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আর পড়ুন

চাকরির জন্য আবেদন পত্র
Print Friendly, PDF & Email

Rakesh Routh

আমি রাকেশ রাউত, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলায় থাকি। মেকানিকাল বিভাগে ডিপ্লোমা করেছি, বাংলায় কন্টেন্ট লেখার কাজ করতে ভালোবাসি।তাই বর্তমানে লেখালেখির সাথে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

Recent Posts